Submit your work, meet writers and drop the ads. Become a member
 
S A Marshal Feb 2021
সোনালী পাষাণী
এস এ মার্শাল ০৩/০৯/২০১৮

ভূমিতে চির স্তব্ধতার
ভয়ানক অনুভূতি,
চিকচিক করে বালি
রয়ে আছে নিরবধি।

মেঘ নেই, জীবন্ত নীলাকাশ,
বয়ে বেড়ায় অরোধ্য হাওয়া,
উজ্জীবিত সূর্যোদয়টি যেন
মোর অস্তের শেষ খেয়া।

যত খুঁজি কিনারা
তত মেলে গহিনা।
তত হয় ক্ষয়
তাকলামাকানের জয়।

“এক ফোটা ভিক্ষা-জল”
ছুটি মরীচিকার পানে,
সোনালি পাষাণীর
এই বিভীষিকাময় গোরস্থানে।

উপরে শকুনের উল্লাস,
তাদের অস্থির খোঁজ -
কখন হবে আমায় নিয়ে
তাদের সেই প্রিয় ভোজ?

বুকের সাহস?
সে তো অনেক অতীতে,
পরাজিত হয়েছে
অসংখ্য ভীতিতে।

সিংহ পুরুষ!
ভয়ে ছিলো সবাই,
হুকমে কেঁপেছে
উজির, নাজির, সেপাই।

নেই কোনো আশা
নেই কোনো শক্তি,
এ কি হয়েছে
মোর চরম পরিণতি?

শিওরে উঠার
বল নেই আর,
না পারি খুঁজিতে
এ ভুবনের প্রতিকার।

প্রতি নিশ্বাস,
বিশ্বাস ঘাতকতা,
প্রানের বদলে
এনেদেয় সুষ্কতা।

শুষ্কহৃদয়ের
অবশিষ্ট যেটুকু স্পন্দন
তোমায় ডেকে হে,
হলো মোর সমাপন।
© S. A. Marshal
S A Marshal Feb 2021
এস এ মার্শাল ০৭/০৭/২০২০

জগৎ জুড়িয়া দুই চোখ মেলিয়া
দেখিতে পাইনা শান্তি;
নয়নের স্বপন রহিবে তিতিয়া
লয়ে দূর্দশা আর ক্লান্তি।

জগতে আজ নাই আবির্ভাব
নাই সেই পণ্ডিত গুরুজন;
জ্ঞানীদের মাঝে জ্ঞানের অভাব
মনুষ্যত্ব হয় নির্বাসন।

চারিপাশে সব অভাবের মেলা
অভাব পূরনের যতসব খেলা;
কেউ খোঁজে বেড়ায় পার্থিব লিলা
নানান কৌশলে কাটিয়া দেয় বেলা।

কোট টাই পরিয়া পণ্ডিত মশাই
অফিসে গিয়া বসে;
পাণ্ডিত্য তার শোনেনা কেহ,
প্রফিট কতো, কার কতো লসে।

গরিব হয় চোর দুই টাকার অভাবে
ধনিরা করে রাজনীতি;
কিছুলোকের আবার রক্তের স্বভাবে
নিশিতে তাহাদের কৃতি।

দুর্নীতি ও অশ্লীলতার মাঝে;
বিশুদ্ধতা ঢাকে অশুদ্ধতার লাজে।
এত যাতনা সহিতে পারিনা যে;
দূর করো যাহা চলিছে এ সমাজে।

জগতের সুখ আসিবেনা জগতে
ফরিয়াদ যদি নাহি পারি করিতে
তোমার মহিমা যদি না ছড়ায়
রহিবো মোরা হায় অসহায়।

তোমার সৃষ্টিতে কদর রহিবেনা
বিস্তৃত চারিপাশে কষ্ট ও বেদনা।
তুলিয়া দুই হাত তাই করি প্রার্থনা
রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা।

© S. A. Marshal
S A Marshal Feb 2021
অনন্ত আশায় আঁখি

প্রশান্ত এক জলাশয়ের
আশায় তাকাই আকাশ পানে।
আমার হয়ে সেই নিয়োতি
আসবে সেজে আমার নামে।
মেঘের পাশে হঠাৎ করে
কি যেন কি নাড়া দিলো।
এবারের টা ঠিক ই যেনো,
স্পষ্ট বলে মনে হলো।
তখনো এটিরো আগে
এমন দেখা দিয়েছিলো।

কিছু হবার, কিছু পাবার
চিমটি খাওয়ার জীবন আমার
তবুও কেনো, কিশের আশা?
দৃঢ়তার মন বলে — এবারেরটা হবে।
মেঘের বিজলি হঠাৎ করে
অন্য রকম দেখা দিলো
এবারেটায় মনে হলো
আমার বেলার সময় হলো।
তখনো তো আগের বিজলি
এমনিই মনে হয়েছিলো।

এস এ মার্শাল
২২/১১/২০২০
S A Marshal Feb 2021
LAME EXCUSES

The call came last night,
It came once before.
I kept on with playing the taunt
With those up there above.

They know my childplay,
They went through this before.
No one wants to leave the earth
Though critics of life from all.

All well to accept it
As natural as can be.
All have to take the flight
To settle eternally.

Life in another life
Is living like a bee.
Perpetual, no appraisal
Are what it seems to be.

You calling me, wait, let me bow.
I'm just leaving this world, I'm coming now.
It looked as though it seemed to me
I need to think if I left something.
No one answers to who I call
Yet, I'm not letting go off this wall.

S. A. Marshal
28 December 2020
S A Marshal Feb 2021
KEEPING OUT OF MEMORY
S. A. Marshal
15 Jan, 2021

Forgetting it all
in recalling it.
A demential way
to see what's in it.
In ways to not let the
pain running through.

It wasn’t that hard
artistical too!
Having had had it,
getting to woo.
Ah! what a joy,
believe it's true!

Keeping the trouble
of not letting way.
Out from the jumble
to answer whole day.
"Was that on it?  
Or was it at that?
Couldn’t recall, hey!"
You’ve kept 'em at bay!
S A Marshal Feb 2021
The Verge
S. A. Marshal
15 Jan, 2021

Hey! Look, it's me!
Not at verge
nor for your mercy,
and certainly not at urge.
I too dream
a presidential hope.
To ideate a creation
from deep kaleidoscope.
From within my ingenuity,
I colour the skies of Aurora.
I know how far I can go
to challange the Zeus'  Pandora.

Look! It’s me,
not a roadside verge.
You may think to
not to merge.
For I too think
no life in you.
To create a stanza,
for rhythmic tempo
needs to beat a super-hit,
but it cannot be the you,
so off you go, shoo shoo.

And hey, it’s me!
Not at verge
but about to center
a time of surge.
Where you'll see
chants of my people.
My pride-vibrant in glory of ripples.
Lights and flashes,
stages that sounds
to see of my last
at Turin another shroud.
S A Marshal Jan 2021
তুমি তো  ছিলে  নিরক্ষর এক এতিম মরুচারী
তোমাকে ঘিরে ছিলো দুর্মুখ বর্বর জাতি  
হাজার বছর ধরে জাহেলি অহংকারে নিপতিত বসতি
সেখানেই তুমি এলে এক জ্ঞানময় আলোক মশালধারী।

তুমি তো ছিলে না নাবিক কোনো, না চৌকস ডুবুরি
না ছিলো তখন টাইটানিক, সাবমেরিন বা টর্পেডো
তবুও কী অবলীলায় বলে দিলে সাগরের ঠিকানা
অদৃশ্য ব্যারিকেডে নোনা-মিঠা না মেশানো জল স্রোত ধারা
গহীন সাগর তলে আলো-আঁধারির খেলা
বলো, কী করে তোমার তা সম্ভব হলো?
অথচ এই তো সেদিন বিজ্ঞানের আবিষ্কারের সত্য বলে তা স্বীকৃত হলো।

তখন তো ছিল না মহাটেলিস্কোপ মহাযান, স্যাটেলাইট
তবুও কি করে দেখে নিলে চোখের পলকে
আলোর গতি ডিঙিয়ে গ্রহ-নক্ষত্রের অভয়াচরণ
মহাবিস্ফোরণ, ব্ল্যাকহোল, গ্যালাক্সির রহস্য ভার
বলে দিলে জ্যোতির্বিজ্ঞানের অজানা সম্ভার
বলো, কি করে তোমার তা সম্ভব হল?
অথচ এই তো সেদিন বিজ্ঞানের আবিষ্কারের সত্য বলে তা স্বীকৃত হলো।

তুমি তো ছিলে না কোনো নৃবিজ্ঞানী না ইতিহাসবেত্তা
কী করে মাটি না খুঁড়েই বলে দিলে অতীত কথা
আদ, সামুদ, লুতের সুরম্য শহর হয়েছে লীন
অভিশাপে হয়েছে তা ধ্বংস ভূগর্ভে বিলীন!  
বলো,  কী করে তোমার তা সম্ভব হল?
অথচ এই তো সেদিন বিজ্ঞানের আবিষ্কারের সত্য বলে তা স্বীকৃত হল।

তুমি তো ছিলে না কোনো চিকিৎসক, মহা শৈলকারিগর
না ছিল এক্সরে, আল্ট্রাসোনো ইত্যাকার আবিষ্কার
তবুও কোন অণুবীক্ষণ চোখে দেখে নিলে সব
মানব সৃষ্টির মহাপরিকল্পনার তথ্য ভ্রুন
মাতৃগর্ভ নীড়ে প্রথম প্রাণের সঞ্চারণ, কুন-ফায়াকুন!
বলো, কী করে তোমার তা সম্ভব হলো?
অথচ এই তো সেদিন বিজ্ঞানের আবিষ্কারের সত্য বলে তা স্বীকৃত হলো।

হাজার বছর আগে নিরক্ষর মুখে
আধুনিক বিজ্ঞানের সত্যরে শুনে
অবিশ্বাসী নিরুপায় কৃতিত্ব দিয়েছে তোমায়
বিজ্ঞানের অলৌকিক আল-কুরআন এ গ্রন্থ রচনায়
অথচ তুমি নির্বিকার নিজেকে তুচ্ছ করে,  
ঘোষিলে-'এই মহাজ্ঞান  ভান্ডার নয় তো তোমার

প্রেরিত মোর তরে মহান বিধাতার
একক প্রাপ্য স্তুতি, প্রশংসা অপার
যত হোক তবুও তাঁর প্রতি অপ্রতুল
আমি তো ঘোষণাকারী শুধু, বাহক তারবার্তার
-আবদুহু ওয়া রাসুল।'
নিজ হতে বলার নেই যে ক্ষমতা
তার দেয়া জ্ঞান ঝলকে হয়েছি-' সিরাজুম মুনিরা'।
Next page