Submit your work, meet writers and drop the ads. Become a member
Rafid May 2020
মহান আল্লাহ সর্বশক্তিমান
আমার বেঁচে থাকার ইচ্ছা বিদ্যমান
বেঁচে থাকতে চাই আরও অনেক বছর
যদিও পরিস্থিতি খুবই ভয়ানক বর্তমান
তবুও বেঁচে থাকার ইচ্ছা বিদ্যমান
মরতে চাই না আমি
বাঁচতে চাই বহুদিন
পরিবারের সাথে কাটাতে চাই সারাদিন
বের হতে ইচ্ছে করে
ঘরে থাকব কতদিন
ঘুরতে চাই জগৎজুড়ে
হায়াত আছে যতদিন
This is a bengali poem.I hope you will like it.
24 · May 2020
Untitled
Rafid May 2020
হাসি আর আমার পায় না
চুপচাপ থাকতেই লাগে ভাল
হিন্দিতে বোন বলছে আমায়
ভাইয়া খানা খা লো
খেতে আর রাতে  ইচ্ছে করে না
মনে হয়  আমি রোজা
দেশের দশা  কাঁদায় আমায়
মনে হয় আমি বোঝা
থাকতে চাই না বোঝা হয়ে আমি
করতে চাই আমি কিছু
মানবসেবায় ব্রতী মানুষের
নিতে চাই আমি পিছু!
Dedicated to the frontline heroes of my country(Bangladesh) who are working hard to rescue our countrymen from corona virus

— The End —