হাসি আর আমার পায় না
চুপচাপ থাকতেই লাগে ভাল
হিন্দিতে বোন বলছে আমায়
ভাইয়া খানা খা লো
খেতে আর রাতে ইচ্ছে করে না
মনে হয় আমি রোজা
দেশের দশা কাঁদায় আমায়
মনে হয় আমি বোঝা
থাকতে চাই না বোঝা হয়ে আমি
করতে চাই আমি কিছু
মানবসেবায় ব্রতী মানুষের
নিতে চাই আমি পিছু!
Dedicated to the frontline heroes of my country(Bangladesh) who are working hard to rescue our countrymen from corona virus