Hello Poetry
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
S A Marshal
Poems
Feb 2021
প্রার্থনা
এস এ মার্শাল ০৭/০৭/২০২০
জগৎ জুড়িয়া দুই চোখ মেলিয়া
দেখিতে পাইনা শান্তি;
নয়নের স্বপন রহিবে তিতিয়া
লয়ে দূর্দশা আর ক্লান্তি।
জগতে আজ নাই আবির্ভাব
নাই সেই পণ্ডিত গুরুজন;
জ্ঞানীদের মাঝে জ্ঞানের অভাব
মনুষ্যত্ব হয় নির্বাসন।
চারিপাশে সব অভাবের মেলা
অভাব পূরনের যতসব খেলা;
কেউ খোঁজে বেড়ায় পার্থিব লিলা
নানান কৌশলে কাটিয়া দেয় বেলা।
কোট টাই পরিয়া পণ্ডিত মশাই
অফিসে গিয়া বসে;
পাণ্ডিত্য তার শোনেনা কেহ,
প্রফিট কতো, কার কতো লসে।
গরিব হয় চোর দুই টাকার অভাবে
ধনিরা করে রাজনীতি;
কিছুলোকের আবার রক্তের স্বভাবে
নিশিতে তাহাদের কৃতি।
দুর্নীতি ও অশ্লীলতার মাঝে;
বিশুদ্ধতা ঢাকে অশুদ্ধতার লাজে।
এত যাতনা সহিতে পারিনা যে;
দূর করো যাহা চলিছে এ সমাজে।
জগতের সুখ আসিবেনা জগতে
ফরিয়াদ যদি নাহি পারি করিতে
তোমার মহিমা যদি না ছড়ায়
রহিবো মোরা হায় অসহায়।
তোমার সৃষ্টিতে কদর রহিবেনা
বিস্তৃত চারিপাশে কষ্ট ও বেদনা।
তুলিয়া দুই হাত তাই করি প্রার্থনা
রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা।
© S. A. Marshal
Written by
S A Marshal
53/M/Cox's Bazar, Bangladesh
(53/M/Cox's Bazar, Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
193
Please
log in
to view and add comments on poems