প্রশান্ত এক জলাশয়ের আশায় তাকাই আকাশ পানে। আমার হয়ে সেই নিয়োতি আসবে সেজে আমার নামে। মেঘের পাশে হঠাৎ করে কি যেন কি নাড়া দিলো। এবারের টা ঠিক ই যেনো, স্পষ্ট বলে মনে হলো। তখনো এটিরো আগে এমন দেখা দিয়েছিলো।
কিছু হবার, কিছু পাবার চিমটি খাওয়ার জীবন আমার তবুও কেনো, কিশের আশা? দৃঢ়তার মন বলে — এবারেরটা হবে। মেঘের বিজলি হঠাৎ করে অন্য রকম দেখা দিলো এবারেটায় মনে হলো আমার বেলার সময় হলো। তখনো তো আগের বিজলি এমনিই মনে হয়েছিলো।