Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;17:14
.
অণু, বাতাসেই প্রেম ভেসে বেড়ায়  
যেখানে আত্মা অবাধে বিচরণ করে
আমি আত্মার দাসত্ব করি
শরীর অনুসরণ করে সভ্যতার নিয়ম
হারিয়ে যাওয়ার পর, আক্ষেপ করার মতো
বিরল সম্পর্ক হারাতে চাই না।
.
যদিও আধুনিক সভ্যতায় প্রেমের স্থায়িত্ব কঠিন
প্রতি সেকেন্ডে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় আবেগ
তবুও ফুলেল এই শিল্পকে রক্ষার জন্য
অন্তরের উদ্যানে জন্মাতে হয় অবিনশ্বর বিশ্বাস।
.
তুমি আমার অন্তরে ভালোবাসা পাঠালে
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই
কৃতজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয়
সতন্র ব্যক্তিত্ব হলেও
একমাত্র প্রেম আমাদের পরিচয়।
.
প্রেমে দাম্ভিকতার কোন স্থান নেই
স্থান নেই প্রতারণার
বরং মূল্যবান স্মৃতি তৈরি করি
সেখানেই পাবো আরাধ্য মিলন।
.
প্রেম জন্মগত, বংশগত সম্পর্ক নয় অণু
রক্তের সম্পর্কও নয়
প্রেম প্রবাহমান জীবনের চাওয়া
প্রকৃতি প্রদত্ত দৈব সম্পর্ক।।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
93
 
Please log in to view and add comments on poems