Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2021
সমর ভৌমিক
7 জানুয়ারি 2021;23:46
.
অণু , আমি অসুস্থ মানবতাকে সেবা দিই
ভালোবাসা দেয় আমার আহত হৃদয়
মানবতাকে শ্রদ্ধা করে চুম্বন করি
আলিঙ্গন করি পরম স্নেহে।
.
তাই, এখনও তোমাকেই ভালোবাসি
অথচ নিজেকে ধ্বংসস্তুপে পরিনত করেছি
যদিও আমার জন্য একটি জীবন চেয়েছিলাম
কিন্ত ভাগ্য দূরে সরে গেছে।
.
অবিকল ঈশ্বরের মতো বেঁচে থাকে স্মৃতি
আছে মহা প্রভু'র মতোই অক্ষয় অব্যয়
তখনও ছিলো, এখনও, থাকবেই-
তোমার স্মৃতিই আমার একমাত্র সুখ।
.
সব কিছুই হতাশার ডুবে যাচ্ছে আজকাল
পড়ে আছে জীবনের ধ্বংসাবশেষ
বজ্রাঘাতে বিলুপ্ত জীবের জীবনের মতো
কি আর আশা করতে পারি?
.
কি করে এটাকে জীবন বলি, বলো ?
ঝড়ের তান্ডব শেষে বিধ্বস্ত বিকেলের মতো
জীর্ণ শীর্ষ ধ্বংসাবশেষ নিয়ে
লাইট পোস্টের মতো ঠায় দাঁড়িয়ে আছি।
.
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
আমার হাসি, অপেক্ষার প্রহর
অথচ মৃত্যুকে একধাপ বিভক্ত করে
দাঁড়িয়ে আছি এখন অতল গহ্বরে।
.
জীবনও ঝড়ের প্রস্তুতি নিচ্ছে-
আত্মার ভিতরে গর্জন আর গর্জন
যদিও বেঁচে থাকার ইচ্ছে নেই--
তবু শান্ত হওয়ার চেষ্টা করছি।
.
কেনইবা বেঁচে থাকতে হবে আমায়?
ধুসর পাথরের মতো একা, শুধু একা
যদিও তুমি আমার অণু,  আছো-
অথচ জীবনে থেকেও নেই।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
111
 
Please log in to view and add comments on poems