Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;03:02
.
হৃদয় থেকেই জন্ম হয়েছিল প্রেম
কল্পনার মায়া
কিছুই মরে যায়নি এখনও
এই আমার ভালোবাসার আনন্দ
জানি, বুঝতে পেরেছি, এখনও অণু আছে।
.
তবুও দুঃখে আত্মা কেঁদে উঠে
যখন অণু'র নিরবতা কঠোর হয়
শব্দ শূণ্য নিষ্ঠুর নিরব নিঃশব্দ থাকি
যদি অনুমতি পাই-
জিজ্ঞেস করবো কেন আমি স্বর্গে নেই ?
.
অণু আকাশের উজ্জ্বল তারা
আমার অপেক্ষা
অপেক্ষার যাদু
মুহুর্তে মুহুর্তে দেখার ইচ্ছা
মুহূর্তেই আত্মার চুম্বন।
.
প্রাণ খুঁজে পাওয়ার তৃপ্তিতে
আঁকড়ে ধরি অণু'র ভালোবাসা
এবং তার চোখে দেখা
সমুদ্রের মতো প্রশস্ত পথ
যে পথে ভ্রমণ করে আমার প্রেম।
.
অণুও ভালোবাসার জন্য কাঁদে
তা জেনেও ব্যথা অনুভব করি
চিন্তায় দুঃখ পায় হৃদয়
যখন অণু'কে অনেক দূরে মনে হয়
অবলীলায় কেঁদে উঠে প্রাণ।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
93
 
Please log in to view and add comments on poems