সমর ভৌমিক 19 জানুয়ারি 2021;15:15 . আমাকে তোমরা ভিক্ষা দিও তির্যলতার নিশ্চিত মানবিক পৃথিবী অণু'র জন্য সম্মান অধিকার স্বাধীনতা আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য শ্রদ্ধা মায়া মাখানো নিখাদ ভালোবাসা। . আমাকে তোমরা ভিক্ষা দিও গাছ-পালা লতা-পাতা পশু-পাখির স্বাভাবিক মৃত্যু স্বাধীন কন্ঠস্বর, রাজনীতি, গান, গল্প কবিতা বাহাত্তরের সংবিধান, লাল-সবুজ পতাকার সম্মান অনাহারী দূর্বল শোষিত মানুষের মুখের হাসি। . আমাকে তোমরা ভিক্ষা দিও তসলিমা তনু অভিজিতের জন্য একটু প্রেম নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য সুশীল নিশ্বাস আত্ম কেন্দ্রিক বর্বর ধর্মান্ধদের জন্য একটু জ্ঞান বীরঙ্গনার চোখের জলের পরিবর্তে পিপাসার জল। . আমাকে তোমরা ভিক্ষা দিও চন্দ্রদেবী রবীন্দ্রনাথ রবার্ট ফ্রস্ট নজরুল ভাষানী বঙ্গবন্ধু সূর্যসেন সি আর দত্ত ক্ষুদিরাম প্রীতিলতা নূরজাহান বেগম সালাম রফিক বরকতের আদর্শ। . আমি অখ্যাত এক দ্বীন দরিদ্র কবি আমাকে তোমরা ভিক্ষা দিও প্রাণের জন্য এক টুকরা মানবিক দৃষ্টি জলের জন্য, বাতাসের জন্য ভালোবাসা মাটি আর মানুষের জন্য সুষম প্রেম।