সমর ভৌমিক 25 ডিসেম্বর 2020;23:33 . ঈশ্বরের শ্বাশত রূপ জানি না প্রজ্ঞা প্রতিজ্ঞা প্রেমে অণু'র মোহহীন মানবতা আমার আদর্শ, আমার প্রেম। . অণু'র কম্পিত ঠোঁটে আপন শব্দে ডাক সেবার হাতে ছুঁয়ে দেয়া হৃদয়ের সৌন্দর্য মনের টানে মনে মিশে থাকা মন আমাকে প্রচন্ড টানে। . যৌবনের রক্তে বাণের জল স্রোত লবনাক্ত ঘামের কামনা রেখে মনে প্রচলিত মুদ্রার মাতাল ঘ্রাণ বাসনা পূরণ করে তপ্ত যৌবন। . যৌবনের প্রতিজ্ঞা মোহ শূণ্য নয় বাসর বিহীন যে প্রেম প্রভু'র আলো ছড়ায় মনের তারণ্যে কাঁচায় সে প্রেম আমার। অণু'র । . তবুও আমাদের বার্ধক্য ব্যথায় জুটিবদ্ধ জীবনের কাছে যদি মনে হয় হার মেনেছে অবাধ্য যৌবন তখন বলে দিবো ভালোবাসি অণু। . অণু'র নির্লোভ আত্মায় বিনম্র শ্রদ্ধাবোধ অন্তর্গত অদৃশ্য অশরীরী প্রেম নত হতে প্রেরণা যোগায় যেন আজ পঁচিশে ডিসেম্বর। . প্রকৃতির সাথে পরম স্নেহের বন্ধন মোহহীন দাবী শূণ্য ধর্ম কর্ম প্রেম ধৈর্য স্থিরতায় সহজ সরলতা জানিয়ে দেয় অণু'ই আমার যীশু।