Submit your work, meet writers and drop the ads. Become a member
Aug 2020
সমর ভৌমিক
20 আগষ্ট 2020; 01:00
.
সময় কিভাবে মরে যায় জানতে চাইনা
ছায়াময় ভোরবেলা গলে যাবে, যাক
আমার সূর্য্ সব এনে দেবে অণু,
তোমার মায়াবী অবয়ব থেকে।
.
আমার সপ্নময় সকল ভালোবাসায় তুমি
কেবল তোমার হাসিতে তার বর্ণনা চাই,
কত শব্দ পিছনে রয়ে গেছে, থাক-
আগামী কাল কেমন কেউ জানিনা।
.
আত্মা চায় তোমাকে নিয়ে গল্প তৈরী করি
তোমার হাতের স্পর্শ শব্দ আর অনুভবে,
রোদের আলোকসজ্জায় নেচে উঠুক অন্তর
ফুল গুলো গান করুক ভুলের বুকে।
.
অণু এসো স্বপ্নের ঘরে বাস করি
সভ্যতার অদেখা গহীন সবুজ অরণ্যে,
বাতাসের ভুলে যাওয়া পথ পুনরুদ্ধার করে
ভালোবাসি অসীম দিগন্ত প্রেমের আকাশ।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
  57
 
Please log in to view and add comments on poems