Hello < Poetry
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Samar Bhowmick
Poems
Aug 2020
বেদ মন্ত্র
সমর ভৌমিক
13 আগষ্ট 2020; 00:42
.
অণু তুমি সৌন্দর্যে পরিণত হয়েছো,
তুমি আজ রামধনুর ছেয়েও সুন্দরী-
ফুলের বাগান যেমন দুঃখ ভেঙ্গে দেয়,
তুমিও অবিকল ক্লান্তি শুষে নিতে পারো।
.
তুমি জীবনের মিছিলে আলো ঢেলেছো,
তোমার যে কোন ভুল ক্ষমা করা উচিত-
তুমি ক্লান্তির পাহাড়ে শান্তির নিঃশ্বাস ছড়িয়ে,
দেবতাদের দ্বারা এঁকে যাও সুখের অরণ্য।
.
জীবনের উত্তপ্ত মূল্যতেও তোমার মানবতা-
গোলাপী ভালোবাসায় অথৈ সমুদ্রের মতো,
তোমার শব্দ মৃত্যুর চেয়েও শান্ত করে হৃদয়-
তোমার ছোঁয়ায় ঝরে শিশুদের সুশীল ছড়া।
.
পৃথিবীতে আসা এক বিরল মানবী তুমি
বারবার মা’কে মনে করিয়ে দেয়, মনের মনে-
ক্ষণে ক্ষণে আমি এতিম হই; তোমার স্নেহে-
অবিকল স্নেহে এসো আমার দ্বিতীয় জিজ্ঞাসায়।
.
তোমার পবিত্র পদচারণা আত্মার পাশে,
আমার সকল পদক্ষেপের গহীন অভ্যন্তরে-
শরীরের মাংসে রক্তের স্রোতে আর কিছুনেই,
বছরের পর বছর ধরে তামাকের অভ্যাসের মতো।
.
সকল ক্ষমা বুকে নিয়ে তোমার অপেক্ষায়-
আমার পরবর্তী জন্ম জন্মান্তরের বিশ্বাস,
হৃদয়ের দুটি অলিন্দে আবদ্ধ করে রাখা-
পরম শান্তির বেদ মন্ত্রের মতো তুমি।
Written by
Samar Bhowmick
49/M/Bangladesh
(49/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
59
Please
log in
to view and add comments on poems