Submit your work, meet writers and drop the ads. Become a member
Aug 2020
সমর ভৌমিক
12 আগষ্ট 2020; 01:52
.
স্নেহের অন্তরালে অণু’র ভালোবাসা
পূর্ব দিগন্তে প্রথম সূর্যের মতো
অথবা আকাশ জুড়ে যেমন খুশি মেঘ
সূর্যের সাথে লুকোচুরি খেলা।
.
উজ্জ্বল এবং আনন্দদায়ক রঙে
গহীণ হৃদয়ের কোনে মুমুর্য়্ উত্তাপ
দিন এবং রাত্তির নিপূণ নির্জনতায়
চুমু দেওয়া স্মৃতির কার্নিশে।
.
আত্মা উষ্ণ নভোচারী হয়ে
মেঘ ও কালোমেঘের ভেলায় চড়ে
অণু’র আকাশে উঁকি দেয়
রোদ্র স্নানের জন্য।
.
প্রেমে ঝড় বহে গোপন হৃদয়ে
দীর্ঘশ্বাসের গর্জন আত্মার চিৎকারে
বাণ ডাকে নোনা জলের স্রোত
বজ্রপাত অনুভূতির অন্ধ ভবিষ্যতে।
.
সত্যিকারের প্রেম প্রতিহত করে
সমস্ত জাঁকজমকপূর্ণ মেঘের মেলা
অপেক্ষায় স্থির থাকি মেঘের আস্তরনে
জানি সূর্যাস্তের পূর্বেও সূর্য সুন্দর।
.
মন গোলাপী মাতাল হলেও
প্রেম সর্বদা জিতে যাবে,
প্রলয় কিংবা ঝড়ের মধ্যে-
আশায় রাখি অণু’র কিরণ।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
45
 
Please log in to view and add comments on poems