Hello Poetry,
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Samar Bhowmick
Poems
Aug 2020
প্রেমের জ্যোতি
সমর ভৌমিক
07 আগষ্ট 2020; 00:28
অণু’ই একমাত্র খুব মিষ্টি জীবনের জন্মধাত্রী
শীতল জলে আমার চঞ্চলতা শান্ত করতে-
স্নিগ্ধ সকাল সিঁদুরে বিকেলে আবেগের পর্যবেক্ষণ,
ভালোবাসার সহস্র রঙে রাঙা রামধনু।
তাঁর সহাস্য খুশিতে জড়ানো প্রেম
ভাগ্য এবং প্রকৃতির খাঁচায় বন্দির জন্য,
লক্ষ জোনাকী গলা টিপে হত্যা করি-
পৃথিবীর ছোট অন্ধকারে দীর্ঘ চুমুর আশায়।
অশ্রুগুলি সর্বশেষ শক্তি দিয়ে অন্তরে ঘুরে বেড়ায়
বাতাসের দ্বারা প্রবাহিত হয় আমার দীর্ঘশ্বাসে,
আকুল হয়ে আত্মায় ভ্রমন করে আহত সময়-
অসময়ের উপত্যকাগুলি অতিক্রমে চায় নিরব কবজ।
অণু নিষ্কলুষ মনের শাশ্বত রোদ, অনাদি, অনন্ত
জীবনের জীবন্ত জাদু আমার প্রার্থনা-
ফ্যাকাশে কোঁকড়ানো অস্তিত্বে পুনরুদ্ধারকৃত জীবন,
চোখের শেখানো জ্বলজ্বলে প্রেমের জ্যোতি।
Written by
Samar Bhowmick
49/M/Bangladesh
(49/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
34
Please
log in
to view and add comments on poems