Submit your work, meet writers and drop the ads. Become a member
Jul 2020
সমর ভৌমিক
29 জুলাই 2020; 17:57
.
তুমি জানো এবং বিশ্বাস করো
কখনও দোষ খুঁজিনি অণু,
আত্মার পথ আলোকিত করতে-
নির্মল নক্ষত্রের মতো চলে এসো।
.
মনের আকাশে ভাসমান মেঘের মতো
শ্রাবণের বৃষ্টিতে তোমাকে দেখবো,
অবিকৃত জলের আয়নায় তুমি-
একটি রহস্য; একটি চিন্তা।
.
সময়ের সাথে রসিকতা নয়
আকাঙ্ক্ষা দীর্ঘশ্বাসে বন্ধ হতে পারে,
সময় শব্দটিতে ভরসা নেই-
দুষ্ট জগত কখনও তা খুঁজে পায়নি।
.
পঙ্কিল পথে টেনো না আমায়
যদিও তুমি অবিকল স্বপ্নের সমান,
চাইনা কাদায় পা পিচলে গিয়ে-
লাল রক্তজবা পিষ্ট হোক।
.
যদিও কাদা পম্মের জন্ম দেয়
তবু শ্বেতশুভ্র তুষারকণা হও,
কষ্ট নিয়ে আর ভাবনা নেই-
স্মৃতির নজরেই ভালোবাসা।
.
বরং হৃদয়ের ছবি থেকে পাশে এসো
ভালোবাসা জেগে আছে প্রকাশ ছাড়াই,
অজানায় আমার ছুটন্ত প্রেম-
অপরিবর্তনীয় পথে জীবনের গল্প।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
  68
   Eshwara Prasad
Please log in to view and add comments on poems