Submit your work, meet writers and drop the ads. Become a member
Jul 2020
সমর ভৌমিক
10 জুলাই 2020; 02:29

ফুল আমাদের মনকে উচ্ছসিত করে
অথচ ফুলের জীবনেও ক্ষুধা থাকে,
ফুলের জীবনেও তৃষ্ণা থাকে,
ফুল ক্ষুধার্ত হয় তৃষ্ণার্ত হয়-
তবু তৃপ্ত হতে পারে না।

নিজের হাতে তুলে নেই ফুলের পরমায়ু-
যতটুকুতে ইচ্ছেমতো প্রশান্তি,
ইচ্ছেমতো ভালোবাসা-
কিছুক্ষণ আগেও বেঁচে ছিলো যে ফুল,
স্বপ্ন দেখেছিলো সাধারণ মৃত্যুর।

আস্তে আস্তে মখমলে পাপড়ি গুলো
মাতালের মতো বেহুস, ঢলে পড়ে-
যেন বার্ধক্যের জলশূণ্যতা,
আমরা দীর্ঘশ্বাস অনুভব করি না,
ফুলের ব্যথা অনুভব করি না।

সামান্য সময় পেরোলেই ভালোবাসা উধাও
কুষ্ঠ রুগীর মতো অবহেলায় পড়ে থাকে,
ফুলের লাশ, যেখানে সেখানে-
অথচ যখন দৃষ্টিতে অপহরণ করেছি,
আদর ঘ্রাণ কোমলতা, সব-
অণু’কেও বলেছি, ফুলের মতো তোমাকেও।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
  40
 
Please log in to view and add comments on poems