Submit your work, meet writers and drop the ads. Become a member
Jul 2020
সমর ভৌমিক
09 জুলাই 2020; 01:04

আশা হারাবো না অণু
বরং আরো জেদী হবো-
যদিও সম্মূখ দেখতে পাইনা,
দেখতে পাইনা আমাদের ভাগ্য,
কিন্ত মহান প্রেমের জন্য-
সেখানেও নির্দিষ্ট স্থান থাকবে।

সাদা বরফ গলা জলের মতো
অথবা আষাঢ়ের বৃষ্টির মতো,
আজন্ম ভয় ধুয়ে দিয়ে-
রুগ্ন সভ্যতাকে পিছনে রেখে,
আত্মাকে কাছে টেনে ফুসফুসের বাতাসের মতো,
বুকের খাঁচায় আড়াল করো প্রেম।

আমার হৃদয়ের ভাবনার মতো
যদি তুমি হও-
অন্তর কাঁপিয়ে আনন্দে হাসো,
টেনে নাও বুকে-
দ্যাখো রোদের মতোই স্বর্ণালী,
তোমার মতই উষ্ণ হৃদয়।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
39
 
Please log in to view and add comments on poems