Submit your work, meet writers and drop the ads. Become a member
Jul 2020
সমর ভৌমিক
02 জুলাই 2020; 16:30

ঈশ্বরে আমার উপাসনা-
অণু’কে শান্তিতে ফিরিয়ে আনুন,
চালতা ফুলের শুভ্রতা সতেজতায়-
প্রেমের শীতল বাতাসে হৃদয়ের ডগায়,
আমার প্রার্থনা শক্তি ছড়ায়।

এবং অন্তরে অণু-
বহ্মান্ডের একমাত্র উজ্জ্বল আলো,
ঈশ্বরের ঈশারায় অণু’ই নাচায় জীবন,
তাঁর হাতেই গুচ্ছ গুচ্ছ ভালোবাসা-
যাঁর জন্য সিংহাসন ত্যাগী হৃদয়,
গুণে যায় অপেক্ষার প্রহর।

আতঙ্কিত আত্মার শাখা প্রশাখা-
আনন্দের অপেক্ষায় মন্ত্র পড়ে,
শান্তির পায়রার খুঁজে; যেন-
আত্মার চিৎকারে আশির্বাদ রাখে,
অণু’র অনুভবেই আমার শ্রেষ্ঠ প্রেম।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
62
 
Please log in to view and add comments on poems