নরকে যেতে পারি অণু- ভালোবাসা অবুঝ হলেও আমি সেই ছেলে। ভালোবাসার দিব্যি নিয়ে প্রার্থনা রেখেছি ঠিক- নিশ্চই প্রভু আমার নেতৃত্ব দিবেন। তোমাতেই কাটবে জীবনের দিন প্রলোভনের অধিকার মুক্ত হয়ে- তুমি সমতায় ক্ষমা করবে আমায়।
আমার কন্ঠস্বরে তোমার সুর মিলাও ভালোবাসি হৃদয়াবৃত শব্দ উদ্দেশ্যমূলক নয়, আমি অনায়াসে পছন্দ করি; তোমার প্রতিটি মূহুর্ত- দ্যাখো আমার হৃদয়ের খাদে যে সংগীত আছে, স্বাক্ষ্য দিবে তোমায় ভালোবাসার।
তোমাকে বলেছি বার বার বহুবার- ভালোবাসার আগুনে যন্ত্রণার তরল ঢেলে পরীক্ষা করো, দ্যাখো অন্তরের বার্তায় শুধু তোমার শূণ্যতা- তোমার স্নেহময় প্রেমের আশির্বাদ।
অণু তুমি কি শুনতে পাচ্ছ?? জীবনের দর কষাকষির অধিকার রাখিনি আমি শুধু আমার বাঁচা তোমার হাতে দিয়ে- আমার আত্মাকে সুস্থ করে দিতে, আমার হাতে দাও প্রশান্তির হাত।
তোমার পায়ের কাছে জীবন প্রদীপ গভীর দহনে তুমি দয়া বিতরণ করে সাথে থাকো অণু, নিঃশ্বাস আমাকে তাড়িয়ে বেড়ায়- তোমার প্রেমের সক্ষমতায়।
শুধু ধুয়ে ফেলা বহু কারণের মতো ধুয়ে যাক অনুতাপ মনে হোক সরে গেছে আমার সকল পাপ, যদিও থাকার কারণ আমি জানি না- তবু দয়া করে বলো তুমি আছো।