আমার অবুঝ ভালোবাসা- তোমার বিশ্বস্ত হাত হতে চায় অণু, বুকে আগলে রাখার মতো একটি হাত, এবং ইচ্ছের মতো অমৃত একজন মানুষ- তোমার চাওয়ার মতোই কোমল একজন প্রহরী, কষ্ট ভুলে থাকা ত্যাগের মহিমায় মহিমান্বিত- সগৌরবে ভালোবাসা সবুজ সতেজ লতার মতো, জড়িয়ে রাখা কল্পনায় তোমার আত্মবিশ্বাসী প্রেম, মানবীয় উষ্ণতায় অনুভবে অবিকল সারাজীবন- যে ভাবে নিজেকে কখনও অনুভব করোনি।
তোমাকে ভালোবেসেছে আমার নির্লজ্জ্ব বেহায়া প্রেম দশ মিলিয়ন স্নায়ুকোষ আত্মা অন্তর হৃদয়ের গ্রন্থি গুলো, সন্দেহাতীত প্রেম বেপরোয়া সময়ে জন্ম হলেও- ভালোবাসার কষ্টকর উপায় গুলো কখনও ভাবোনি, ভাবনা খুঁজে বেড়ায় তোমাকে পাওয়ার উপায়, খুঁজে বেড়ায় তোমাকে আবিস্কারের সহজ পথ, অণু; আমার মধ্যেই তুমি অবুঝ আবেগ- যদিও প্রাণের চাহিদায় বলেছো বহুবার; তুমি- সেই রহস্যময় শব্দ শুনে কথা দিচ্ছি, আমাকে তুমি ভাবতে চাও; তুমি আমার।।