Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2020
সমর ভৌমিক
21 জুন 2020; 00:12

একজন অণু একটি সিন্ধু
একটি সাদা ফুল-
একজন অণু স্বপ্ন ঘেরা,
শত জন্মের মূল।

একজন অণু একটি আকাশ
একটি মাত্র তারা-
একজন অণু প্রাণের বাতাস,
হৃদয় ছন্ন ছাড়া।

একজন অনু ভোরের আলো
রাতের শুভ্র চাঁদ-
একজন অণু প্রেমের পরশ,
ভরসার একটি হাত।

একজন অণু প্রথম ফাগুন
শিমুল পলাশ শাঁখে-
একজন অণু ছয়টি ঋতু,
এক করে রাখে।

একজন অণু একটি আশা
একটি স্বপ্নের ঘর-
একজন অণু অন্তর জুড়ে,
তুলছে প্রবল ঝড়।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
61
 
Please log in to view and add comments on poems