Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2020
সমর ভৌমিক
18 জুন 2020; 21:13

সংকীর্ণ মানবতায় বিশাল বাক্যের দেশে
আমার ভালোবাসার সাথে আছে একমাত্র অণু-
ঈশ্বরের কাছে আমার দুটি প্রার্থনায়,
একটিতে চাই আমার রক্ষা অন্যটি অণু।

প্রেমের ভাবনায় নিজেকে মেরে ফেলেছি
এখন নিজেকে ফিরিয়ে দিতে চাই-
অণুর মতো একজন মানুষের ভালোবাসায়,
ঈশ্বরের সৌন্দর্যে আমার পাগল এবং ঘাতক প্রেম।

রাতে ঘুম থেকে লাফিয়ে উঠছিলাম
সংগায়ীত হতে হতে দেখি-
আমার ভালোবাসার প্রশিক্ষণ ছিলো,
মহাসিন্ধুর দূর্গে প্রবেশ করছিলাম।

আমি চাষের জমিতে চাষ করছি
কবিতা থেকে নিয়ে যাওয়া মুক্তোদানা-
স্বর্গ থেকে নিয়ে আসা প্রশান্তির বীজ,
রোপন করছি জপমালার মতো গুণে গুণে।

অত্যাধিক উষ্ণ বায়ুমন্ডলের চাপে
আমি উদ্বেগজনক চিন্তায় ছিলাম-
মহাসিন্ধুর প্রবাল প্রাচীর ঘেষে,
কবিতার মুক্তোদানা এবং স্বর্গীয় প্রশান্তি ফলাতে।

নোনাধরা জমির কাদায় লুকানো কষ্টের বিষ
আত্মাকে অবজ্ঞা করে গ্রাস করে-
হাজার হাজার বছর ধরে এবং তারপরেও,
যেন নির্বসিত নির্যাতিত।

পুরাতন সীমাবদ্ধতায় সুন্দরী অণু
নজর রাখছিলো নজরদারীর উপর-
আগ্নেয়গিরির ফুটন্ত লাভা বরফ হলে,
আমরা রাজকীয় রক্ষীদের নিপাত কামনা করিনি।

মনে হয়েছিলো সহস্রাব্দের উত্তেজিত পৃথিবীতে
মানসিক কারাগার থেকে পালানো-
অণু এক আত্মঘাতি প্রেমিকের ভূত,
বিমূর্ত বিষ ঢেলে আমাকে দৈত্য করে তোলে।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
  47
 
Please log in to view and add comments on poems