Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2020
সমর ভৌমিক
16 জুন 2020; 00:06

অণু অন্তর নিয়ে গেছে-
আমি এখনও তাঁর দিকে তাকিয়ে,
তাঁর চোখের দিকে; এবং
তাঁর পছন্দের রঙের দিকে তাকিয়ে।

অপেক্ষা করছি ভবিষ্যতের,
কালো এবং অভেদ্য-
মরিয়া হয়ে খুঁজে চলেছি পথ,
যেন আশাহীন অন্ধকার।

আশায়; রোদের দরজা খোলবে
আঁধার কেটে ফোটবে কমল-
আহত অশ্রুজলের আবরণে ঢাকবে
কান্নার পাহাড়।

অপেক্ষায় শব্দ গুনছে হৃদয়-
দুঃখের দরজায় স্বাগত জানাতে,
সর্বশেষ নিরবতায়; যদি-
দুর্ঘটনাক্রমে ফিরে আসে প্রেম।

অচেনা একাকিত্ব শোকের কালো রঙ
ভাঙ্গা কাঁচে হৃদয় ছিঁড়ে-
বুকের ভিতর আঁকছে,
ক্রুদ্ধ ফোঁটা।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
49
 
Please log in to view and add comments on poems