Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2020
বসন্তের ফুল বৃষ্টির জল ভোরের শিশির-
অনুভবে অনুরোধ করে অণু’কে ভালোবাসতে,
ক্ষুধার্ত হৃদয় আত্মা অন্তর মখমলে মন-
অপেক্ষা করে অণু’র আগমন।
রাতকে তুচ্ছ করে অনূভুতির মিছিল-
আমার খালি হাতে গুজে দেয়,
পান্না রুবির স্বপ্নময় শুভেচ্ছা গুলো।

আত্মা বিদ্রোহী হয়ে উঠে বিবেকের নিরবতায়্
ইচ্ছেমতো অনিচ্ছায় উদ্বেগ বাড়ায়-
সোজা পথ খুঁজে গোপনে্,
ঐশ্বরিক ভালোবাসার পবিত্র পূণ্য পথ।
আমার আকাঙ্খাকে উচ্চাকাঙ্খা করে তোলে,
অণু’র কন্ঠস্বরের স্বর্ণিল মোহময়তা-
সবুজ নীল নতুন বিদ্রোহী চেহারায়।

অণু’র মুখে সুখের বিমূর্ত শব্দটি শুনে
মাতাল শিরাগুলিতে জ্বলে উঠে রক্তাক্ত আগুন,
সংযুক্ত শক্তিশালী আত্মার শুভেচ্ছা ভালোবাসায়
অণু’র নির্দোষ সৌন্দর্যের হীরক হাসিতে-
শীতল প্রেমের ছোঁয়ায় আমার সাদা আকাঙ্খা,
শুদ্ধতায় তোলে নকশীকরা আত্মহারা ঢেউ,
বিড়বিড়িয়ে কথা বলে প্রাণের সাথে মন।

আত্মা মন প্রান অনুভবের মিছিলে-
প্রেমের আশ্চর্য লাল সূর্যের শিখা জ্বালায়,
সেকেন্ডের সহস্র ভাগ আমাকে নিয়ে যায়
অণু’র অন্তরের দুঃথিত শৈবাল সমূদ্রে।
সীমাহীণ ভালোবাসার গহ্ববরে রৌপ্য অনুভূতি
চিন্তনের সাথে সুখ পাখি হয়ে উড়ে-
অন্তরের প্রাচীরে ঘোরাঘুরি করা অব্যক্ত শব্দ
এবং স্নায়ুকোষের জ্বলন্ত আকাঙ্খা গুলো-
জাঁকজমকপূর্ণ নোঙ্গর করে অণু’র শৈবাল সমুদ্রে।।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
  37
 
Please log in to view and add comments on poems