একান্ত আপন নির্জনতায়- বন্ধ ঘরের বিবস্ত্র অন্ধকারে দৃষ্টিতে ভালোবাসার তারা উন্মোচন করি পরিশ্রমী মন চোখ অনুভুতি অনুভবে আত্মায় অবিরাম ক্রন্দনের কম্পনে পৌঁছে যাই লাস্যময়ী অণু’র জ্বলজ্বলে আলোয়- কান্নাকাটিরত হৃদয় আশা’র প্রার্থনা করে জীবন যেন জীবন শিকারীদের শিকার না হয়।
আমাকে অপেক্ষা করতে শেখায়- প্রেমের শেষ আনন্দ জানা পর্যন্ত আমি নতুন রূপে প্রতিজ্ঞা করি প্রতিদিন ধৈর্য্য এবং পরিশ্রমকে সঙ্গী করি, বর্ণিল সুখের সোহাগী প্রেমের আশায়- অণূ’র চোখে ত্যাগী ভালোবাসার অমৃত বার্তা পাঠাতে পদব্রজে ভ্রমন করে যাই জীবনের চৌচির পথ যতদিন প্রতিদিন নতুন দূরত্বের ধাঁধাঁ।
এবং অন্তরের কর্কট ব্যাথা ধুপের আগুনে ঢেলে বাতাসের মতো অবিরাম যাত্রায়- অন্বেষণ করে যাই নতুন অবস্থান সন্ধান করে যাই অণু’র নিরাপদ নিঃশ্বাস, জীবনের দীর্ঘ পথের বাঁকে বাঁকে- স্বতঃসিদ্ধ ভালোবাসার জোয়ারের টানে দুঃসাহসিক অপেক্ষায় যাত্রা আমার।
এবং উজ্জ্বল সৌর আলো দেখে দেখে অনুভব করবো অণু’র মায়াবতী উষ্ণ বাতাস, আত্মার দরজা খুলে মন ঘুরে ঘুরে- দেখবো অণু কোথায় আছে, কোথায় অবসান তার যাতায়ত ভয়ের সমস্ত সন্ত্রস্ত চিহ্ন বহুদূরে তাড়িয়ে, অণ’র মুক্ত স্বাধীণ আত্মায়- যেতে যেতে ক্রমশ ডুবে যাবো।।