Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2020
অণু গ্রাস করেছে আমার নিঃশ্বাস
বাকযন্ত্র হৃদপিন্ড ফুসফুস-
মনে রংধনুর উল্কি ছড়িয়ে
গ্রাস করেছে ভালোবাসা স্নেহ প্রেম
সদা সর্বদা দখল করে নিচ্ছে আমায়।

অণু’ই একমাত্র মায়াবতি রহস্যময়ী নারী
অপার রহস্যে গ্রাস করেছে
আমার কবিতা-
কবিতা লিখার খাতা কলম,
তাঁর মানবীয় গুণের বহুময়ী সৌন্দর্য্
দখল করে নিচ্ছে আত্মার ঘর বাড়ী সব।

অণু ছাড়া এখন হৃদয় যত্নহীন,
অসাড় অসীম-
প্রেম বলতে যা জেনেছি আজও; তাঁকেই
অর্ধেক জীবনের আদর বিশ্বাস,
আমার বরফ জ্বলা আগুন।

অণু’ই আমাকে গলিয়ে বিদ্রোহী করে তোলে
তাঁর জন্যই উপসনা করি;
পবিত্র হয়-
আমার নির্বাচিত প্রেম,
নির্বাক নিস্তব্ধতা।

অণু’র মখমলে মায়া ছুঁয়ে জড়িয়ে থাকে আত্মা
অযৌক্তিক চিন্তন চিৎকার করে,
অন্তরে মননে-
ভাবনার পোষাক পড়ায়
আমার অন্তর্ভূক্ত নাজুক ভালোবাসা।

অণু তোমার কোন ধারণা নেই-
তুমি বিস্মিত হবে আমার রেশমী চিন্তধারায়,
উপচে পড়া মুহুর্তে তোমাতেই ভালোবাসার জাঁকজমক অর্পণ,
শিরায় ঢেলে দেয়া তোমার মানবীয় স্নেহে
স্বপ্নভর্তি আমার রুবি সিল্কের প্রেম।

তুমি ভালোবাসার উন্মাদনাকে বিদ্রোহী করে তোল
ক্ষুধার্ত আত্মায় প্রবাহিত চুম্বনের মতো
জলে স্থলে আগুনে বাতাসে-
প্রকৃতির সকল কোনায় কানায় তুমি,
একই রকম আমার-
আত্মা-সঙ্গী-প্রেমিক।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
72
 
Please log in to view and add comments on poems