সরল বিবেক বোধের প্রানবন্ত শব্দে তুমি একজন প্রানবন্ত মানুষ হৃদয়ে খচিত আমার একমাত্র ভালোবাসা কিছুতেই কখনও তুমি বোঝা নও ভালোবাসা আমার দুর্বলতাও নয় এ এক অন্তস্থ স্নেহের অসীম ব্যথা যা তুমিও বহন করে চলেছো অনন্তের পথে যদি আমি নরকে যাই সেখানেও তুমি সময়কে যেখানেই নামিয়ে দেয়া হোক সেখানেই অণু আমার সাথী।
তুমি একান্ত ভালোবাসাময় নারী অনন্ত দুরত্বে থেকেও তোমাকে দেখি অন্তরের খাঁচায় অবিরাম ভালোবেসে যাই মোহে হৃদয় ভাঙে না কখনও তার মধ্যেই যদিও অসহায়ের মতো সৌন্দর্য্ দেখার আশা করি আশা করি প্রাণের সৌন্দর্য্ দেখাবার।
কিন্তু উলঙ্গ সমাজ সভ্যতার দৃষ্টিহীন চোখ কাছে টানে আমাদের সামান্য ত্রুটি গুলো তুমিও জানো অণু কিছু সুক্ষাতিসুক্ষ ত্রুটি থাকে সকল যুগের সকল মানুষের বিভৎস সমাজ সভ্যতা ভাবলেও আমার মন এতটাই শক্ত স্বচ্ছ মানবিক বিবেক বোধে দ্যাখো সেদিন দূরে নয় আমাদের আত্মার সরল সৌন্দর্য্ শক্তির কাছে হার মানবেই বর্বর সভ্যতা আর সুক্ষাতিসুক্ষ তুচ্ছ ত্রুটি গুলো।