অণু আমি দত্তকের কথা বলছি একটি প্রাণ দত্তক দেওয়ার কথা বলছি আমার ভিতর থেকে যদি প্রাণ পুরুষ বেড়িয়ে দত্তক যায় আবার আমি যদি তোমার ভিতর থেকে মানবী আত্মাকে দত্তক নিয়ে আসি অনু তাহলে কি হয় জানো ? সে এক অদ্ভুত অনুভূতি সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
অণু আমি দত্তকের কথা বলছি আমি তোমার হৃদয় দত্তক নেওয়ার কথা বলছি আমি আমার হৃদয়টাকে হৃদপিন্ড থেকে বের করে এনে তোমার হৃদপিন্ডের খোলসের ভিতর দত্তক দিয়েছি তখন তোমার হৃদপিন্ডটার কি হলো জানো ? আমি পরম স্নেহে তোমার হৃদয়টাকেও দত্তক নিয়েছি অণু’র হৃদপিন্ড এখন আমার হদয়ের স্পন্দন গোণে আর আমি অণু’র হৃদস্পন্দন পাই সে এক অদ্ভুত অণুভূতি সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
অণু আমি দত্তকের কথা বলছি আমার প্রাণবায়ু দত্তক দেওয়ার কথা বলছি তোমার প্রাণবায়ু দত্তক নেওয়ার কথা বলছি আমার ফুসফুস থেকে সমগ্র প্রাণবায়ু বের করে এনে অণু’র ফুসফুসের কাছে দত্তক দিয়েছি আর আমার নিঃস্ব শূণ্য ফুসফুসে অণু’র প্রাণবায়ু দত্তক এনে বেঁচে আছি এখন অণু’র নিঃশ্বাসে আমি আর আমার নিঃশ্বাসে অণু প্রাণবায়ু দত্তক নিতে কখনও শুনেছো ? সে এক অদ্ভুত অণুভূতি সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
অণু আমি দত্তকের কথা বলছি ভালোবাসা দত্তক দেওয়ার কথা বলছি ভালোবাসা দত্তক নেওয়ার কথাও বলছি আমার হৃদপিন্ডের রক্তের স্রোতের ভিতর আমার মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর ছিলো সে ঘরের সমস্ত ভালোবাসা আমি অণু’র হৃদপিন্ডের স্রোতের ভিতর মস্তিস্কের নিউরণের ভিতর ভালোবাসার ঘর আছে সেই ঘর শূণ্য করে দত্তক দিয়েছি আর আমার বুকের লাল খাঁচার ভিতর মস্তিস্কের নিউরণে ভালোবাসার শূণ্য ঘরে দত্তক এনেছি অণু’র ভালোবাসা আমি এখন নিজেকে ভালোবাসতে গিয়ে অণু’কে ভালোবাসি আর অণু আমাকে সে এক অদ্ভুত অণুভূতি সে এখ অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
অণু আমি দত্তকের কথা বলছি আমি অণুভূতি দত্তক দেওয়ার কথা বলছি অনুভূতি দত্তক নেওয়ার কথাও বলছি আমরা পরস্পর পরস্পরকে আমাদের প্রেম দত্তক দিয়েছি আমাদের হাসি-কান্না দত্তক দিয়েছি আমাদের স্নেহ-মায়া-মমতা দত্তক দিয়েছি আমরা পরস্পর পরস্পরকে আমাদের আবেগ-বিবেক-দৃষ্টি-স্বপ্ন দত্তক দিয়েছি আমাদের দৃঢ়তা-চঞ্চলতা-আশা-আকাঙ্খা দত্তক দিয়েছি আমাদের সত্য-সরলতা-পবিত্রতা দত্তক দিয়েছি আমরা পরস্পর পরস্পরকে আমাদের বিশ্বাস ও শূণ্যতার ঘর দত্তক দিয়েছি এখন আমি নিজেকে বিশ্বাস করতে গিয়ে অণু’কে বিশ্বাস করি আর অণু আমাকে সে এক অদ্ভুত অণুভুতি সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।
হ্যাঁ অণু আমি দত্তকের কথা বলছি আমি নিজেকে দত্তক দিলাম তোমার কাছে আবার তোমাকেই আমিও দত্তক নিয়েছি আমিই এখন অণু অণুই এখন আমি সে এক অদ্ভুত অণুভুতি সে এক অদ্ভুত ভালোলাগা ভালোবাসা।