Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
সফেদ সাদা মুক্তোর দাঁতে
অনু’র মিষ্টি হাসি
আমার উড়ন্ত সুখ
পছন্দ করি ভীষন
তাঁর সুখকর অনুভুতি
ভারী জীবন থেকে
যখন;
স্বস্তি বেছে দেয়
ঘৃনায় জড়িত
ট্রল থেকে
মুক্ত হৃদয়
আমার মনে মনে
দুঃখ পাওয়া
সংবেদশীল মন
অণু’র হাসিতে ডুবে
তখন;
আমার সাধারণ আত্মা
অণু’র কাছে-
নিরীহ হয়ে উঠে
আর;
সব সময়-
স্নেহ প্রার্থনা করে
প্রেমের শক্তি খুঁজে
নির্মল হাসিতে।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
49
 
Please log in to view and add comments on poems