Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
অণু’র কোমল হাত
আমার জন্য প্রার্থনা করে
আবার;
অন্তরঙ্গ স্নেহে
নিশ্চিন্ত
আবেগ তৈরী করে
তাঁর হাতের কোমল খেলা
কখনও
শিল্পের অঙ্গ হয়
প্রেমের শীর্ষে
নিরাপদ;
যদিও অন্ধকার
স্পর্শকারী হাত
উষ্ণতা দিয়ে যায়
অন্তর্বাসের গভীরে
প্রবাহমান জীবন স্রোত;
ভালোবাসার কৌটোয়
সেই হাতের স্পর্শ
আমি ছুঁতে চাই
অবিরাম খুঁজি
আমাকে কষ্ট দেয়;
আমিও
সে হাতের প্রার্থনা করি।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
41
 
Please log in to view and add comments on poems