অণু তুমি কি কখনও ভেবেছিলে আমরা কে কাকে বেশী ভালোবাসি আমি না তুমি তুমি না আমি ? অথবা এমন ভাবনা আমরা বেশি কে কার জন্য অপেক্ষার প্রহর গোনি তুমি না আমি আমি না তুমি ? অথবা আমরা বেশী বেশি কে কাকে অনুভব করি তুমি আমাকে না আমি তোমাকে ? অথবা এমন ভাবনা আমরা কাকে বেশি বেশি রাখতে চাই দৃষ্টি সীমানায় তুমি আমাকে না আমি তোমাকে ? অথবা আমরা কে বেশি বেশি স্বপ্নবাজ আমি না তুমি তুমি না আমি ? অথবা এমন ভাবনা আমরা কে একটু বেশিই স্পর্শের কাঙ্গাল তুমি না আমি আমি না তুমি ? অথবা আমাদের ভালোবাসায় কে হেরে গেলো আমাদের ভালোবাসায় কে জিতে গেলো আমি না তুমি তুমি না আমি ? যদি এমন ভাবনা ভেবেই থাকো অণু তবে তা বেহিসেবি ভালোবাসা নয় সে এক হিসেবি গল্পের উপাখ্যান। তাহলে ইচ্ছেমতো বলতেই পারো আমাদের ভালোবাসা ছিলো না কখনও। কেননা ভালোবাসা আত্মার হৃদয় নিঙরানো স্নেহ শ্রদ্ধা ক্ষমার। ভালোবাসায় কমবেশি থাকে না ভালোবাসায় হার জিত থাকে না। যদি এমন ভেবেই থাকো তাহলে বরং আজ থেকে চলো নতুন করে ভালোবাসি।