একটি ভীমরতির উপন্যাস বলতে পারো ইচ্ছে হলে রাঙাতে পারো হলুদ রঙে মাঝ পথে গল্প শেষ না হতেই অণু’র গল্প শুরু হয়েছিলো সুচনা আমার মতোই মাঝ বয়সী কোমলতার যথেষ্ট বয়স তখন তবু গাঢ় সবুজ রঙ ক্লান্তিরা সবে মাত্র তরুণ সাদা অপ্রাপ্ত।
আমি দ্রুত হেঁটে চলেছি অণু’র দিকে শুধু মাত্র একটি প্রাণ কত ভালোবাসা তার আলিঙ্গনে তার পূর্ণ বিশ্বাসে কতটুকু নিষ্ঠুর ভাগ্য কোথায় বিভক্ত পথ এবং বেঁচে থাকা।
অণু’র হৃদয়ে খোদাই করা প্রেম অণণ্য মুখের শব্দে সমর্পিত বিশ্বাস সাম্য মানবতার সঙ্গ আর জীবনের সীমান্তে তাঁর শেষ স্পর্শ আমার আকাঙ্খার স্বীকারোক্তি।।