Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
ফাগুনের প্রথম প্রহর
মনের রমরমা উল্লাসে
তুমি দ্যাখোনি কখনও
কোনটি প্রথম
তুমি এখনও জানো না
আয়ত্তাধীন ভালোবাসার সরূপ
অণু একবার দ্যাখো
যদিও অবিকল অবিচল
প্রেম ও বিশ্বাস
এমনকি আমাদের বিশ্রাম
স্বপ্ন সাধ প্রত্যাশায়
অপরিবর্তিত হৃদয়
যেহেতু জানি আমাদের
তবু নিশ্চিত হই অণু
যদি সবকিছু যদি মুছে যায়
তোমার চোখে
এবং যা ছিলো আমার সেরা
অথবা অবস্থান
যদি কখনও উল্টে ছিটকে যাই
এখনও যখন
তৈরী করিনি নিজেকে
জীবনের সহজ সংস্করণে
করছি নিত্যকর্ম
অণু তুমি দেখেনাও
ভুলের আকৃতি; আর
আমার ত্রুটি গুলো
বিচক্ষণতার সাথে
একবার তাকাও।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
42
 
Please log in to view and add comments on poems