Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
অণু; তুমি আমাকে ভালোবাসো
প্রজন্ম তির্য্যলতা আমাকে ভালোবাসে
পরিবার ও সমাজ আমাকে ভালোবাসে
তোমাদের ভালোবাসা স্বপ্ন ভালোবাসি
আমার সেইসব শ্রেষ্ঠ অপরাধের দায়ভার
আর তোমাদের ছত্রছায়ার প্রচ্ছন্ন সমর্থন
নির্দ্বিধায় করি শত অপরাধ; প্রশ্নহীন
সভ্য সমাজে প্রাচুর্য্যের ভালোবাসা শিখে
সততার বিষর্জন; স্বপ্ন দেখি দুর্নীতির
ভালোবাসা ভালোবেসে স্বপ্ন গুহায় বিসর্জন
নৈতিকতার সকল বংশধর
রাষ্ট্র নীতিহীন ব্যভিচারী নির্দিষ্ট করে
ঘৃণায় মুখ ফিরিয়ে নিই;
কিন্তু রক্তের স্রোতে প্রবাহমান আদি ভালোবাসা
নৈতিকতা অস্বীকার করে বারবার; অন্যদিকে
প্রেমের প্রাপ্তি সুখের ঘৃণ্য অত্যাচার
আমি নিমিষেই বেপরোয়া মানুষ
তোমাদের নগ্ন সমর্থনে নগ্ন পুরুষ এখন
নগ্ন পৃথিবীতে অসীম চাওয়া পাওয়ার হিসেব
অথচ ধণী জ্ঞানী ভিক্ষুক নগ্নতেই ফেরা
এ যেন সভ্যতার এক অসভ্য প্রহর
প্রশ্নহীন সমর্থনে অর্ন্তদগ্ধ মন
মদের গেলাস গিলে নিকোটিনের ধোঁয়ায়;
উড়ে বাল্যশিক্ষার সকল নীতিকথা
দীর্ঘশ্বাসের অন্তঃগামী স্রোতে ভাসে
কখনও হয়তো মানুষ ছিলাম;
শূণ্য ছিলো হৃদয়
এখন বেপরোয়া বলিষ্ঠ পুরুষ
সমসাময়ীক সম্ভ্রান্ত সমাজপতি
ভালোবাসার অসামান্য তাগিদে
হাঁটছি নগ্ন পদে জিঘাংসু নগ্নতায়
ঈশ্বরের একটি হাসির জন্য;
অথচ
প্রজন্মের প্রতি আমি নির্দেশনা শূণ্য
দিকশূণ্য বায়ুমন্ডলের ক্ষ্যাপা ঝড়
বেপরোয়া বিজয়ী পুরুষ।।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
39
 
Please log in to view and add comments on poems