আবারও বলছি আমাকে কেউ কোনদিন ভালোবাসেনি যে টুকু ভালোবেসে ভালোবাসার দাবীদার সেটুকু সম্ভবত প্রয়োজন অথবা অনেকটাই দায়িত্ব বা কর্তব্যে না হয় লোকলজ্জার ভয়।
আমি সত্যি কথা বলতেই পারি নির্ভয়ে শর্তহীণ ভালোবাসার দাবীদার নেই তুমি দুরে আছো অণু দূর থেকে আমিও তোমার ভালোবাসা অনুভব করি এখন পর্য্যন্ত সম্ভবত তুমিই একমাত্র এগিয়ে।
আমি তাঁকে প্রণাম করতে চাই চাই কেউ বলুক নির্দ্বিধায় বিনা শর্তে আমাকে ভালোবাসে আজও।
আমি জানি কেউ রক্তের বন্ধনে কেউ সম্পর্কের বেড়াজালে কেউ কর্মের উৎকর্ষতায় কেউ দীর্ঘ সম্পর্কের তলানী ঘেটে অথবা কেউ করুণা করে কিংবা আমার ভালোবাসার প্রতিদান আর তুমি দূরে থেকে হলেও এখন পর্য্যন্ত তুমিই এগিয়ে আছো অণু যদিও জীবন সামান্যই আর বাকি।
সমাজবদ্ধ কোন মানুষ বিনা শর্তে ঈশ্বরকে্ও কোনদিন ভালোবাসতে দেখিনি আর আমি তো ধুর্! ছাই !!