অবশেষে কাঁপতে কাঁপতে ছুঁই অণু প্রতিক্রিয়া দেখে অবাক খুব সামান্য হলেও স্নেহময় নাজুক স্পর্শ কিন্তু ভালোবাসা যদিও যথেষ্ট নয় কিন্তু এক অদ্ভুত কম্পন অথচ কোন রোমাঞ্চ নেই তবু শ্বাস ভারী করে তোলে যদিও কোন শব্দ নেই এবং নয় কোন ইঙ্গিত আবার শুধু উপস্থাপনাও নয় হৃদয়ের উষ্ণ অঞ্চল স্পর্শ করে কোমল স্নেহ গুলো। ভালোবাসা পালিয়ে যায় না; অণু দান আমাকে সে প্রতিশ্রুতি দেয় তাই চাইনা হাল ছেড়ে দিই তোমার দান আবশ্যক দান একটি ভারী কাজ হলেও তুমি জানো কি দান করবে হাত পেতে রয়েছি দানের অপেক্ষায় তুমি খুব মুল্যবান আমার তোমার সব কিছুই মুল্যবান কিন্তু সামর্থ্যহীন আমার সময় অথচ মন গ্রহনে ব্যস্ত জানি না কি বেছে নিবো যেন চকলেটের দোকানে দাঁড়িয়ে আমি একটি ছোট্ট শিশু।