অণু; জীবনের কোন এক যুদ্ধে যদি এমন হয় আমাকে তুলে নিলো বিরোধী সৈনিক টেনে হেচড়ে ছিঁড়ে ফেললো আমার দু’টো হাত কেটে ফেললো আমার পা প্রচন্ড রাগে ক্ষোভে তুলে নিলো আমার চোখ আমি যন্ত্রনায় কাতরাচ্ছি কোন দ্রুতগামী এম্বুলেন্স আমাকে তুলে নিলো হসপিটালের বারান্দায় সংক্ষিপ্ত নিঃশ্বাস আমার প্রাণ ফিরিয়ে দিলো আমি দৃষ্টি শূণ্য আমি গতি শূণ্য আমি স্পর্শ শূণ্য বৃথা জীবন বয়ে চলা যথার্থ বিরক্তিকর অযথা জীবন্ত এক নিম্নগামী মানুষ যদি এমন হই তখন তুমি তাকাবে? বলবে আগের মতো? তোমাকে ভালোবাসি থাকবে পাশে এখন যতোটা কাছে আসি ?