অণু; শ্রদ্ধা ও ভালোবাসা হোক তোমার উপহার জন্মের দায়বদ্ধতায় তোমার মানবিক সৌন্দর্যে নিরাপদ বিজয় তোমার আপন ত্যাগ মুগ্ধ আমি এখন আর ভাবি না কে জিতবে কে হেরে যাবে চাই সাম্যের যুদ্ধ শুধু যুদ্ধ বিবস্ত্র সমাজের জন্য তোমার আত্মার সাহস এবং সাহসী জীবন বিশ্রাম আনবেই বিরূপ ভাগ্যের তোমার পাতলা শরীরে আদর্শের ভাঁজ যেন ধরিত্রীর দান কদর্যদের কাছে কোমল ফল কোমল ফোটা এক মিষ্টি মহিলা মধু গোলাপের নির্যাস অথবা কামুক দেবী আর আমার কাছে তুমি আদর্শের জন্মধাত্রী মা একজন পূর্ণ মানুষ মানবী দেবী মন্দির।