অণু; এমন একটি প্রহর চাই একটি উৎসবের আয়োজনে তুমি অতীতের মায়ায় ক্রন্দনরত প্রথাগত অনুষ্ঠান প্রস্তুত অনাগত নতুন ফাগুন। কেউ গান গাইছে কেউ জড়িয়ে রাখছে তোমায় আকাশ বাতাস আনন্দিত সকলের হাতে হাতে বর্ণিল ফুল। আনন্দের জোয়ারে বাতাসে করতালির ঢেউ এত সুন্দর মিষ্টি আওয়াজে শান্তির বর্ণিল সমাহার। তারপর হঠাৎ “অণু” শব্দের গর্জনে একটি বিস্ফোরণ আমার কন্ঠে। স্বর্গের মতো আনন্দময় আমার আত্মা জীবন ফিরে পাই শুদ্ধ মানুষের। আশির্বাদের ঘন্টা বাজে ঈশ্বরকে ধন্যবাদ জানাই এমন একটি প্রহর চাই আমার।