অণু; আমি যদি কখনও অধঃপাতিত হই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অথবা কোন ব্যার্থতায় যদি চলে যাই জাহাজে চড়ে নীল সমুদ্দুরে কিংবা কোন দ্রুতযানে অচেনা আকাশে তুমি আমার লিখা শব্দবর্গ পড়ো আর দৈনতা কাটিয়ে কোন দিন আমার শব্দবর্গ জীবন্ত করে আকাশে ছুঁড়ে দিও ছড়িয়ে পড়ুক শহরের অলিতে গলিতে পল্লী পথ প্রান্তরে নগরে বন্দরে আমার সাম্যতার আহ্ববান। যদি কোনদিন মৃত নদীহয়ে প্রবাহিত হই তোমার অন্তরে মননে তোমার নেশাতুর ঘুমের ফাঁকে সাদা চিন্তা চেতনায় অথবা জৈব জাগরনে তুমি আমার লিখা শব্দবর্গ পড়ো আর দৈনতা কাটিয়ে কোন দিন আমার শব্দবর্গ জীবন্ত করে আকাশে ছুঁড়ে দিও ছড়িয়ে পড়ুক শহরের অলিতে গলিতে পল্লি পথ প্রান্তরে নগরে বন্দরে আমার ন্যায্য সাম্য সৌহার্দের ধর্মান্ধতামুক্ত নিষ্কলুষ মায়া মমতা শ্রদ্ধা স্নেহ আর প্রাচীন প্রবীণ প্রেমের আহ্ববান।