অণু; তুমি অবাক হবে শোনে দীর্ঘদিন আমি মূল্যহীন ছিলাম ভালোবাসা ছাড়া। একমাত্র তুমি আমাকে কাছে ডাকলে তোমার অসহ্য ভালোবাসা আমাকে সতন্ত্র করেছে স্বতন্ত্র করেছে আমার বোধ বুদ্ধি বিবেক। তুমি একমাত্র কারণ জীবনের আমি এখন অপেক্ষা করি তোমার একটি শব্দের একটি অঙ্গভঙ্গির। তোমার উদাসীনতায় চুর্ণবিচূর্ণ হই মনে হয় তোমার প্রতিশোধ স্পর্শ করেছে আমায়। তোমার হাতে অল্প সময় ছিলো আমার প্রাপ্তি যদিও তোমার দেয়া অন্তস্থ ভালোবাসা সেই স্বল্প স্থানে্ চিরস্থায়ী আফসোস।।