অণু; আর কতটা কাছে এলে পূর্ণ হবে সমাপ্ত জীবন? জীবনের হাসি আনন্দ সুখ একাকার হবে চারিধারে বর্ণিল ফুলের মতো জমা হওয়া স্মৃতির স্তুপ হতে বাতাসে ভেসে আসবে তোমার প্রেম পুষ্পের ঘ্রাণ ভালোবাসার বর্ণমালা স্পষ্ট থেকে স্পষ্টতর হবে সোনালী হৃদয়ের বর্ণিল আভায়।
আমার চোখে চোখ রেখে স্বাক্ষী হবে ভালোবাসা হাতে হাত রেখে পূর্ণতা পেলে স্বপ্ন উড়ে যাবে হৃদয়ের দগ্ধ ছাই জড়ো হবে অন্ধকারে খসে পড়া আপন শব্দ গুলো।
আকাশ ছুঁয়ে উড়ে বেড়াবে অদ্ভুত ভালোবাসা আর অনুভূতি অনুভবের দরজায় টোকা দিতেই জমে উঠবে প্রেম সচ্ছ বরফের মতো ছন্দ পতনের ছন্নছাড়া জীবন নত হবে স্বপ্নের ঘোর ভেঙে দৃশ্যমান বাস্তবতা মধ্যে রাতে জন্ম নেয়া প্রেমের লাভায়।
আমি তুমি পরস্পর হাতে হাত রেখে অপেক্ষা মাড়িয়ে নতুন সৃষ্টির ভেতর দেয়ালে ঝোলানো আয়নার সামনে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদের শান্ত রূপালী আলোয় ভালোবাসার প্রতিবিম্বে দেখে নিবো আকাঙ্ক্ষিত জীবনের গল্প ।।