অণু; তোমার শব্দ শোনলেই প্রাণে সুগন্ধি ফুল ফোটে হৃদয় বহমান রাখে সেই সুগন্ধি শক্তিশালী করে আমার অপেক্ষার প্রহর অজানা হতাশা থেকে মুক্তি দেয় অনবরত আমার ইচ্ছার বার্ধক্য ছেটে তরুণ করে তোলে আমাকে রুপান্তরিত করে বারবার। সত্যি বলছি; অণু এটা অলৌকিক ঘটনা নয় তোমার শব্দ আমাকে দেয় বারোটি মাসের একটি বসন্ত বসন্তেই শরৎ বসন্তেই শীত বসন্তেই বর্ষা বসন্তেই ষড় আর আমি অনুভব করি তোমায়। আমার ক্লান্ত শরীর যখন ছুঁয়ে যায় তোমার লতানো পঞ্চ পল্লব আমি দুরন্ত হয়ে উঠি সকাল সন্ধ্যায়। তোমার কাছে অলৌকিক মনে হলেও তোমাকে বলি ;অণু তোমার শব্দ স্পর্শে আমার অন্তর জুড়ে সার্বভৌম শান্তির রাজত্ব তোমার সেকেন্ডের একটি ছোঁয়ার জন্য তোমার একটি শব্দের জন্য আমি পৃথিবীর পাদদেশে অবিচল দাঁড়িয়ে।