আরে না অণু কিচ্ছু চাই না এমন কি তোমাকে ভালোবাসী তাও তোমাকে জানাতে চাই না কোন প্রতিদান কোন প্রয়োজন কিছুই মেটাতে চাই না কোন অভিমান ? কোন স্নেহ ? তা ও নয় কিচ্ছু চাই না বিনিময়ে তোমার সাথে আমার কোন শর্ত নেই তোমার সাথে আমার কোন সিদ্ধান্ত নেই তোমার সাথে আমার কোন প্রস্তাব নেই কোন লৌকিক লেনদেন নেই কোন চাওয়া পাওয়া নেই কোন যুক্তির দরকার নেই কোন তর্ক নেই সন্তনের স্নেহ সম্পর্কের অধিকার সমাজের কর্তব্য আমি গ্রাস করে নেব? তাও নয় অণু আমার কাছে তোমার কোন দ্বায়বদ্ধতা নেই তোমার কাছে আমার কোন প্রশ্ন নেই কোন অবিশ্বাস নেই কোন রাগ নেই কোন অভিমান নেই তোমার কাছে আমার ভরসার কিছু নেই তোমার যে কোন প্রত্যার্পণে আমার কোন কষ্ট নেই তোমাকে ভালোবাসি অবিকল ঈশ্বর আশাহীণ নিষ্কাম কর্ম আমার আমার কাছে তোমার কোন দোষ নেই তোমার কোন অবহেলা নেই তোমার কোন সংকীর্ণতা নেই তোমার কাছে আমার কোন প্রাপ্তি নেই কোন প্রাপ্য নেই আমার অর্জনটুকু ছাড়া তোমার কাছে আমার অধিকার নেই আমার ভালোবাসায় কোন শর্তের জন্ম নেই, মৃত্যু নেই আমি ভালোবাসার শ্রমিক নই আমি অণুর প্রেমিক।।