আষাঢ়ের বৃষ্টি ভেজা রাত খাটের উপর ক্লান্ত মুখে শুয়ে বলি দিতে হাজারো স্বপ্ন ঘুরে বেড়াই বন পাহাড় জল আলোচনা পরিকল্পনা নিরব সংলাপ একাকী… অণু; কি অদ্ভুত দ্যাখো আমি তোমার কথা শুনতে চাই তোমার অবয়ব নাক ঠোঁট গাল কন্ঠস্বর অবাস্তব… সার্বভৌম সময় প্রবাহিত হয় মনখারাপের দিকে সভ্যতার দরজা বন্ধ অথচ এর মধ্যে আমাদের প্রেম জ্বলে উঠে ঝলমল ঝকঝকান নিরব আধাঁরে ঢাকা উপচে পড়া শুভেচ্ছা এবং তোমার চোখ মুখ হাস্যউজ্জ্বল চেহারা তারপর তুমি আর তোমার মধ্যে আমি দ্রুত ঘুরে বেড়াই কখনও দূরে কখনও জীবনের শিরোনামে যা মায়ের মতো সীমাহীন।।