অণু; তুমি নির্বাচিত আমার অদৃশ্য হৃদয়ে যদিও তুমি আমার মতোই একা। তুমি ও তোমার মুখ তোমার যত্নময় ভালোলাগা অথবা তোমার শুকনো অশ্রু তোমার কান থেকে বেড়িয়ে আসা উষ্ণ বাতাস তোমার জীবন যুদ্ধ সবকিছু ভালোবাসি শুধু ভালোবাসি অকারনে। তোমার সুমধুর কন্ঠস্বর স্নেহের মায়াময় ঘ্রান আমার কাছে যাদু। তুমি তোমার; তবুও তুমি জাগ্রত। তাকিয়ে দেখ চারিদিকে আমি ও আমার অনন্ত ছায়া যেন সমুদ্রের উপাসনা করছি তোমার প্রাণ তরঙ্গে কখনও মৃদু হাওয়া বইছে দুলছে তোমার চুল কখনও ঘুর্ণিঝড়। তারপরও আমি তোমার চোখে আমার দৃষ্টি রাখি সযতনে চাই পরিস্কার উচ্চ আকাশ সীমাহীন দুরত্বে থাকুক তেজস্বী সুর্য সুর্যের উষ্ণ তর্জনী থাকুক আরো দুরে হৃদয়ের উষ্ণতায় পরিবর্তিত হোক কক্ষপথ কেন্দ্রময় সোনালী প্রেমের আভায় পরিবর্তিত হোক সৌর জগতের দুঃখিত বলয়। আমি আজো অপেক্ষমান সাদা ফুলে সাজিয়ে রেখে ডালা তোমার স্পর্শে পূর্ণ হোক অণু আমি তুমি আর সুর্যের পৃথিবীতে প্রাণ ফিরে আসুক একসাথে নির্বাচিত ও নির্বাসিত জীবনের ।।