Hello Poetry
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Samar Bhowmick
Poems
Apr 2020
অর্ন্তদৃষ্টি
অর্ন্তদৃষ্টিতে তোমাকে দেখি
তোমার জন্য কবিতাও লিখি অণু
যখন তোমার কন্ঠস্বর ভেসে আসে; কানে
তুমিও আসো; প্রাণে
আদর ছোঁয়া হৃদয়ের চোখ
ভালোবাসার জন্য পাগল হয়
খুঁটে খুঁটে ছুঁতে চায় ফুসকুড়ি তিল
হাতের আঙ্গুল শরীরের খুঁটিনাটি
আর লক্ষী পায়ে; ঠোঁট
হৃদয়ের আঙ্গিনায় আহ্লাদ; হঠাৎ
জড়ো করে সর্বনাশ; চুম্বনের স্তুপ
হাসিমুখ হারিয়ে যায় সুখের গভীরে
ঠোঁটের আলপনায়; আচমকা
চোখ খোলতেই দেখি
গরমিলে এলোমেলো সব
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।
অবুঝের মতো চোখ; বন্ধ করতেই
তুমি; তোমার হাত
আমাকে ছুঁতে চায়; ছুঁ’য়
আমি হাত ধরে হাঁটি
শূণ্য আকাশ
তুমি আর আমি
জনশূণ্য প্রান্থর
মনের সুখে পাশে থাকা
বেলা অবেলায়; একান্ত আপন
তোমার শরীরের ঘ্রাণ
চতুর্দিকের জঞ্জাল হট্টগোল ছাড়িয়ে
আমাকে নিয়ে যায স্বপ্নের দেশে
খোঁপায় গুজে গোলাপ বাগান
হাতের মুঠোয় গন্ধ বকুল
তোমার কাঁধে হাত রেখে
জীবনের সিঁড়িপথ
সফল প্রেমিক;
অখচ চোখ খুলতেই
পিষে খায় যন্ত্রনার যাতাকল
আমার রাতদিন
তুমি নেই
পাশে নেই;
কিচ্ছু নেই।।
Written by
Samar Bhowmick
49/M/Bangladesh
(49/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
29
Please
log in
to view and add comments on poems