নমস্কার; নমস্কার দিয়ে শুরু কেমন আছেন শব্দে প্রথম শুভেচ্ছা বিনিময় এর পর থেকে বয়ে চলা সময়; এখন পর্য্যন্ত এভাবেই একাকার মিলে মিশে আছে জীবনের আনন্দ বঞ্চনার খবরাখবর হতে পারে এটাই প্রেম; ভালোবাসাবাসি জানে শুধু অণু।
অবিরাম বয়ে চলা জীবনের স্রোত আমরা পাশে আছি পাশাপাশি পাশে থাকি যন্ত্রনার নদীতে ঝাঁপদেয়া সময় অথবা আনন্দের তীব্র যন্ত্রনায় সাধারণ হাসি ঠাট্টায় কষ্টের কোলাহলে একমুটো আনন্দ বার্তায় হাসি একসাথে ভালোবাসি একসাথে সময়ের বংশ পরমপরায়।
সেই নমস্কার; আজো শুরুতেই থাকে শুরুতেই থাকে অণু’র স্নেহ; আমার ভালোবাসা যদি কখনও স্রোতের তীব্রতায় অকস্মাৎ ঢল আমাদের চোখের টলমলে জলে হাতে হাত রাখি নির্দ্বিধায় বুকে বুক রেখে বলি ভালোবাসি; সূর্য্যের তীব্র দহণে আমরা শীতল জল; শীতল প্রান আলিঙ্গণ করি জীবনের স্রোত।