Hello P'try
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Samar Bhowmick
Poems
Apr 2020
বসন্ত ও জীবন
বসন্ত আসে; বসন্ত এলেই
পৃথিবীসমগ্র বিষন্নতা
গ্রাস করে হৃদয়
ফাগুনের প্রথম প্রহর
দোকানে দোকানে অপেক্ষমান
রঙিন ফুল সহস্র ফুলের স্তুপ
আমার দেখা ফুলের লাশ।
বসন্ত আসে
মাঘ পেরুতে না পেরুতেই
স্নেহময় বনানীর সবুজ পাতায়
ঝিরঝিরে বসন্ত বাতাস
নতুন নাতিশিতল ভোর
ঘাসের বুকে অজস্র শিশির কণা
অপেক্ষমান মন স্থবির পা
চোখে নোনা জলে বিবর্ণ সময়।
বসন্ত আসে; বসন্ত এলেই
আমার দীর্ঘশ্বাস বেড়ে উঠে
তামাক গন্ধ ছড়ায় বাতাসে
জনাকীর্ণ কারাগার
হৃদয় পুড়ানো তীব্র গন্ধ
স্নায়ুকোষে আফিমের বিষ
অপেক্ষমান আমাদের প্রেম;
বুকের খাঁচা খুলে দেখায়
কৃষ্ণচূড়া পলাশ লাল রক্তের ছাপ।
তবুও বসন্ত আসে; বসন্ত এলেই
কোকিলের কন্ঠে অণূ’র সুর বাজে
প্রজাপতির ডানায় মেহেদিরঙা হাত
ছুঁয়ে দেয় শূণ্যতা
বরেন্দ্র হৃদয়ে শুকনো পাতার মরমর শব্দ
ভাঙ্গে স্বপ্নের পাহাড়
চারুকলা টিএসসি রমনা কিংবা সংসদ চত্বরে
জুটি বদ্ধ রমনীরা লালপাড় শাড়িতে
একত্রিত হয়; স্বাগত জানায়
দখিনা বাতাসে আনন্দ কোলাহল
গ্রাস করে শূণ্য সাহারা
নিয়তি পদপিষ্ট হয়ে আহত সময়ে
এ্যম্বোলেন্সের সাইরেন বাজে অণু’র ক্রন্দন
মুমুর্ষ হৃদয় রোগ
টিক টিক শব্দে জানান দেয়
ঘড়ির কাটা বসন্ত ও জীবন।
Written by
Samar Bhowmick
49/M/Bangladesh
(49/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
66
Please
log in
to view and add comments on poems