তির্য্যলতা তোমরা মন দিয়ে শোন হৃদয়ে স্বাধীণ স্বপ্ন বুনো যতই জলভূমি হোক চারিধার পৃথিবীতে বহু প্রাণী আছে যাদের জীবনে প্রথম সাতাঁর সত্য পথে জীবনের ভয় নেই ইচ্ছাকে দৃঢ় রাখো; রাখো অবিচল মন রাখো সত্যের পথে সদা নির্মল আধাঁর বাধাঁর পথ পেরুতে হবে পিছনে ফেলে সভ্যতার জঞ্জাল যতো কাঁচা সমতল উঁচু নিচু ফেলে যেতে হবে বহুদুর পৃথিবী সাজাতেই হবে মায়ের মমতার মতো নিশ্চিত করো নারীর স্বাধীণতা আর সমঅধিকার মানবতায় গড়ো সমাজ সকল সৃষ্টি বাচাঁবার আমার দেখানো পথে হেঁটো ছোট বড় একসাথে সমঅধিকার খুঁজে নিও মায়ের মমতাতে ধর্ম রেখো লুকিয়ে বুকে পাঁজরের ভিতর যেন জানতে না পায় নিজেই নিজের গতর সস্তা দর্শনে করো না ধর্মকে মুল্যহীণ ধর্মকে গায়ে মাখে মুর্খ অন্তঃসারহীন দ্বীন প্রশ্ন করার ক্ষমতা দিও যার মন যতো চায় বাক স্বাধীণতায় বিশ্বাস রেখো অপরাধ নিও না গায় মনকে রুদ্ধ করো না, রুদ্ধ করো না চিন্তার পথ ভিন্ন মায়ের ভিন্ন সন্তান হতেই পারে ভিন্ন মত মতের অমিলে যুদ্ধ করোনা নিজেকে করোনা ক্ষিপ্ত জ্ঞানের মেলায় নিজেকে মিলিয়ে আত্মা করো তৃপ্ত আমাদের যুক্তিতে ঈশ্বর নহেন তাঁর নিয়মিত কর্মে শাস্তি যেন না পায় সে যার বিতর্ক ধর্মে তোমার বিশ্বাস রেখো ঈশ্বর পারেন সদা সকল কর্ম তিনিই পারেন শাস্তি দিতে যিনি বিতর্কিত করে ধর্ম গুরু জনে শ্রদ্ধা রেখো ঈশ্বর জ্ঞান করে ছোট সখায় ভালোবাসা দিও উদার মন ভরে সকল জীবে প্রেম রেখো আর গাছপালা মাটি প্রেম সত্য মানবতায় তোমাদের জীবন করো খাঁটি।।